28905

10/12/2025 গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি

গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি

রাজ টাইমস ডেস্ক

১০ অক্টোবর ২০২৫ ২২:৩৬

ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। খবর আল জাজিরার।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি লিখেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।

ফ্রেডরিখ মের্জ বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]