10/15/2025 শিক্ষকদের সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজ টাইমস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৫০
ঢাকায় বেসরকারি শিক্ষকদের যৌক্তিক সমাবেশে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ এবং হামলার প্রতিবাদে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর প্রশিক্ষণার্থী (মাধ্যমিক স্তরের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ) ১৫ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১০টা হতে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে।
উক্ত মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন চাঁদপুর সরকারি হাইস্কুল এর শিক্ষক মোঃ শাহিন আলম, তিনি বলেন ঢাকায় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপরে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে এটা কোন সভ্যতার ভিতরে পড়ে না। যে সকল পুলিশগণ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বর্তমানে পুলিশে কর্মরত আছেন তারা তাদের সম্মানিত শিক্ষকদের উপরে হামলা করে অসভ্যের পরিচয় দিয়েছেন অবিলম্বে তাদেরকে শাস্তির মুখোমুখি করার জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন আমি একজন সরকারি স্কুলের শিক্ষক হয়েও বেসরকারি শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে তাদের সাথে একাত্মতা পোষণ করছি কারণ একজন শিক্ষকের সম্মানহানি করা মানে সকল শিক্ষকের সম্মানহানি করা। তিনি শিক্ষকদের নায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আরও বক্তব্য রাখেন- গোরসার উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ আলমগীর।
রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষনার্থী (মাধ্যমিক স্তরের শিক্ষকগণ) প্রশিক্ষণ ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশ নেন। এছাড়াও সাহেব বাজার জিরো পয়ন্ট থেকে শিক্ষা ভবনের সামনে অন্যান্য স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকগণ আন্দোলনের একাত্মতা প্রকাশ করেন।