28975

10/18/2025 ছাত্রীদের ৬ হল সংসদেই শীর্ষ ৩ পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেল

ছাত্রীদের ৬ হল সংসদেই শীর্ষ ৩ পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাবি প্রতিনিধি:

১৭ অক্টোবর ২০২৫ ০৪:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ৬টি হলের শীর্ষ তিন পদেই বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

হলভিত্তিক ফল ঘোষণার শুরুতেই মন্নুজান হল সংসদে শীর্ষ তিন পদের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বির নাম ঘোষণা করা হয়। এতে তিন পদেই বিজয়ী হন ছাত্রশিবির সমর্থিতরা। তারা হলেন, ভিপি সুমাইয়া জাহান, জিএস তাসমেরী জাহান তন্নি, এজিএস সাবিনা ইয়াসমিন।

এরপর রোকেয়া হল সংসদে ফলাফল ঘোষণা করা হয়, এতে ভিপি নির্বাচিত হয়েছেন অর্পনা হক মুগ্ধ, জিএস মোসা: লায়লা খাতুন, এজিএস মোছা: শাহনাজ পারভীন।

তাপসী রাবেয়া হলে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন মরিয়ম খাতুন, জিএস খাদিজা আক্তার হিয়া, এজিএস পদে নির্বাচিত হয়েছেন তাওহীদা আখতার।

বেগম খালেদা জিয়া হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন সাবরিনা মারজান, জিএস জারিন তাসনিম রিফাহ, এজিএস মোছা: পারভীন আরা। রহমতুন্নেসা হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন সাইফুন নাসিরা, জিএস হাবিবা আক্তার রিয়া এবং এজিএস আফসানা মিমি।

সর্বশেষ ছাত্রীদের সবথেকে বড় হল 'জুলাই ৩৬ হল' সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন সৈয়দা সমাপিকা আহমেদ সিমি, জিএস তাসফিয়া তাবাসসুম এবং এজিএস নির্বাচিত হয়েছেন তাওহিদা ইয়াসমিন মাহমুদা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]