29015

10/24/2025 জি-টু-জি চুক্তির মাধ্যমে জ্বালানি তেল আমদানির সুপারিশ

জি-টু-জি চুক্তির মাধ্যমে জ্বালানি তেল আমদানির সুপারিশ

রাজ টাইমস ডেস্ক

২২ অক্টোবর ২০২৫ ১৫:২২

জি-টু-জি চুক্তির মাধ্যমে জ্বালানি তেল আমদানির সুপারি
জি-টু-টি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদনের সুপারিশ করেছে।

বুধবার (২২ অক্টোবর) ৩৪তম অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির সভায় প্রস্তাবটি পেশ করা হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সভায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি ২০২৬ সালের জন্য জিটুটি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি অনুমোদনের সুপারিশ করেছে। প্রস্তাবটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এসেছিল।

প্রস্তাবটির অধীনে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির অধীনে জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল ক্রয় ও আমদানির জন্য নীতিগত অনুমোদন চেয়েছিল।

প্রস্তাবটি পর্যালোচনার পর দেশের জ্বালানি চাহিদা মেটাতে তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার গুরুত্ব বিবেচনা করে কমিটি নীতিগতভাবে এটি অনুমোদনের সুপারিশ করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]