29065

12/19/2025 শুক্রবার থেকে রাজশাহী বিভাগীয় বইমেলা

শুক্রবার থেকে রাজশাহী বিভাগীয় বইমেলা

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৭

আগামী শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই বইমেলা অনুষ্ঠিত হবে।

৯ দিনব্যাপী এ বইমেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১ টায়।

বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানানো হয়েছে, এবারের বইমেলায় ৭০ ঊর্ধ্ব স্টল থাকবে। এসব স্টলে শোভা পাবে ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের বিচিত্র সব বই। মেলায় প্রতিদিনই আলোচনা সভা ও সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]