29081

12/19/2025 রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা বহন

রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা বহন

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫ ১৯:১৮

রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় পিকআপ গাড়িতে পরিবহনকালে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক রাজশাহী অভিমুখে আসছে। পরে র‌্যাবের গোয়েন্দা দল মাদক পরিবহনের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬) ও হেলপার মো. আলমকে (২৫) পিকআপসহ আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি গোপন চেম্বার থেকে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, পিকআপের কেবিনে চেম্বারটি এমনভাবে তৈরি করা ছিল যে, স্বাভাবিক দৃষ্টিতে দেখে তা বোঝার কোনো উপায় ছিল না।

অভিযানে পিকআপটিসহ দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও পিকআপ যোগে বিভিন্ন জেলায় গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ নানা ধরনের মাদক পরিবহন করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-৫।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]