29092

12/16/2025 ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেলো বাংলাদেশ

ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেলো বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৫ ২২:৪৯

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। সেই শঙ্কাই সত্যি হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে লিটন দাসের দল। এই হারে ক্যারিবীয়ানদের কাছে ৩-০ তে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। এই আবারও ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার।

শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে একাই লড়াই করেন তিনি।

১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। তার ব্যাটে ভর করে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬২ বলে ৮৯ রান করেন তানজিদ তামিম। এছাড়া ২২ বলে ২৩ রান করে করেন সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ নেন ৩টি উইকেট।

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়ানরা। অ্যালিক অ্যাথানজে ১, ব্রান্ডন কিং ৮ ও আমির জঙ্গু ৩৪ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর আকিম অগাস্টকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের অপর চড়াও হন রস্টন চেজ। ৯১ রানের জুটি গড়েন তারা। দুজনেই দেখা পান ফিফটির।

শেষ দিকে উইকেট হারালেও ১৯ বল হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ২৯ বলে ৫০ ও অগাস্ট ২৫ বলে ৫০ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]