291

03/15/2025 গুগলের নতুন সাবমেরিন কেবল

গুগলের নতুন সাবমেরিন কেবল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ জুলাই ২০২০ ১৮:৫৬

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও স্পেনকে সংযুক্ত করে নতুন সাবমেরিন ক্যাবল (ডাটা ক্যাবল) বসানোর ঘোষণা দিয়েছে গুগল। আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে নতুন এই ক্যাবল বসানো হবে। খবর বিবিসির।

গুগল বলছে, নতুন সাবমেরিন নেটওয়ার্ক ক্যাবলে যুক্ত করা হবে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে পুরনো ক্যাবলটির উল্লেখযোগ্য উন্নয়ন হবে। ২০২২ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৈশ্বিক যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে সাবমেরিন ক্যাবল খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। গুগলের হিসাব বলছে, বিশ্বের মোট ডাটার ৯৮ শতাংশই পরিবাহিত হয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে।

এ ধরনের ক্যাবল স্থাপন করে সাধারণত বিভিন্ন কমিউনিকেশন প্রতিষ্ঠান। এরপর নির্দিষ্ট চার্জের বিনিময়ে সেগুলো ব্যবহারের অনুমতি দেয় তারা। অবশ্য গুগল নিজেদের অর্থায়নেই বেশ কয়েকটি সাবমেরিন ক্যাবল স্থাপন করেছে। এটা গুগলের চতুর্থ নিজস্ব ক্যাবল।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]