29109

11/03/2025 স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর ২০২৫ ১৬:৫৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫নং শিলমারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৭ অক্টোবর পুঠিয়া থানায় শরিফুল ইসলাম ও তার ছেলে হৃদয়ের নামে মামলা করেন ছাত্রীর বাবা।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের ছাত্রীর বাবা বলেন, “ক্ষমতার অপব্যবহার করে আমার মেয়েকে রাস্তা থেকে জোর করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গেছে স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে হৃদয়। এই অপহরণের মূল হোতা তার বাবা মো. শরিফুল ইসলাম।” বিষয়টি জানতে, শিলমারিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরিফুল ইসলামকে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম হোসেন বলেন, “স্কুলছাত্রী অপহরণের মামলায় শিলমারিয়া স্বেচ্ছাসেবক আহ্বায়ক মো. শরিফুল ইসলামের নামে পুঠিয়া থানায় মামলার বিষয়টি আমরা জেনেছি।

জেলা আহ্বায়কের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন বলেন, “শিলমারিয়া ইউনিয়নের আহ্বায়কের স্কুলছাত্রী অপহরণের সঙ্গে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, “অপহরণের বিষয়ে মামলা হয়েছে। তদন্ত শেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]