29127

11/04/2025 রাবিতে রাইটার্স সোসাইটির নেতৃত্বে আব্দুন নূর-ইয়াছিন

রাবিতে রাইটার্স সোসাইটির নেতৃত্বে আব্দুন নূর-ইয়াছিন

প্রেজ বিজ্ঞপ্তি:

৩ নভেম্বর ২০২৫ ২০:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটির ২০ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আরবী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুন নূর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন মিয়া।

সোমবার (১১ নভেম্বর, ২০২৫ খ্রি.) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা, সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলামের অনুমোদনে উক্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওমর ফারুক; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. একরামুল হক; সাংগঠনিক সম্পাদক তারেক আলি; সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সাবাইনা সুলতানা; অর্থ সম্পাদক মো. আশিক; দপ্তর সম্পাদক সাফিয়া ইসলাম দিশা; সাহিত্য সম্পাদক সাবরিনা শারমিন; প্রচার সম্পাদক মো. সাকিব হাসান; তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল ইমরান; সম্পাদনা পর্ষদ সদস্য ফজলে রাব্বী, মোহা. সাহিদ আলী এবং মো. ফাহিম হাসান; কার্যনির্বাহী সদস্য সাইমা আক্তার, মো. আল আমিন, সুমাইয়া আক্তার, তিথি বিশ্বাস, মোছা. সাদিয়া সুলতানা রিয়া এবং মো. রাকিবুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মনন এবং নেতৃত্বে শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, পত্রিকায় লেখালেখি এবং সমসাময়িক বিষয়ে সৃজনশীল চিন্তাধারার বিকাশে কাজ করবে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং বিভাগের লেখক, কলামিস্ট এবং সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখালেখির একটি বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।সাধারণ সম্পাদক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখি চর্চার পাশাপাশি সমাজ ও দেশকে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জনের লক্ষ্যে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি’ কাজ করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]