29133

11/05/2025 প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

৪ নভেম্বর ২০২৫ ১৬:০৩

অবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনারের সামনে 'সচেতন রাজশাহীবাসীর' ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সচেতন রাজশাহীবাসীর পক্ষে এম. এ. সোবুর বলেন, রাজশাহী মহানগরীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লো ব্যাটারীর কারণে মিটার লক হয়ে যায়। ভুল বা পুরোনো টোকেন লোড করলে মিটার লক হয়ে যায়। বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে।

তিনি আরো অভিযোগ করেন, চার্জের পর সংযোগ পেতে জটিলতা,কোন কোন ক্ষেত্রে বিল বেশি আসে, উচ্চ রিচার্জের খরচ, রিচার্জের জটিলতা রয়েছে। সাধারণ মানুষ ১৯৯৬ সাল হতে মোবাইল ফোন ব্যবহার করেন। কিন্তু দেখা যায় এখনো মোবাইল রিচার্জ করতে পারেন না। সেখানে এই প্রিপেইড মিটার কতো সমস্যা সৃষ্টি করবে; তা অনুমান করা খুব একটা কষ্ট কর নয়!

বক্তারা বলেন, ৭দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ প্রদান বন্ধ করতে হবে। বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে। ডিমান্ড চার্জ বাতিল করতে হবে, নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে। সার্ভিস কোয়ালিটি বাড়াতে হবে।বিভিন্ন ধরনের চার্জ কমাতে হবে। অন্যথায় বৃহত্ত্বর আন্দোলন গড়ে তোলা হবে।

আরো বক্তব্য রাখেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মো. খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শাহীন হোসেন, সমাজ সেবক এবি সিদ্দিক ও ২ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ হোসাইন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]