29144

11/05/2025 নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াত

নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াত

রাজটাইমস ডেস্ক

৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৮

নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াতে ইসলামী। সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে দলটি।
বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলটি।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে যেকোনো দিন আমরা গণভোট চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সরকার যদি বলে তাহলে উনারা নির্দেশ অনুযায়ী বাস্তবায়ন করতে প্রস্তুত আছে। আমরা আগামীকাল প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে এই দাবিটা জানাবো। আমাদের দাবি স্পষ্ট গণভোট যেন নির্বাচনের আগে হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী ১১ তারিখে একটি বড় সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হবে।

এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]