11/17/2025 নগরীতে আইনজীবীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৭
রাজশাহী মহানগর দায়রা জজ মো: আব্দুর রহমান এর পরিবাবর্গের উপর নৃশংস হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন আয়োজনে কোর্ট চত্বরে আজ সোমবার সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যদিও আইনের প্রটেকশন পাওয়ার সবার অধিকার আছে। কিন্তু আমরা যদি না যাই তাও আমাদের অধিকার আছে। তাই আমাদের রাজশাহী বারের কোন আইনজীবী যেন সে আসামী পক্ষে না দাঁড়ায় আইনজীবীদের প্রতি আহবান জানানো হয় মানববন্ধন থেকে।
তারা আরো বলেন, পুলিশ হেফাজতে থেকেও সাংবাদিকদের কাজে কি ভাবে আসমী বক্তব্য দেয়। এই ঘটনার কারনে গোটা বিচার বিভাগকে হেয় করা হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব মো: আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো: জমসেদ আলী, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলহ্বাজ আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।
আরও বক্তব্য রাখেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এ্যাড. শামসাদ বেগম মিতালী, এ্যাড. নূরে কামরুজ্জামান ইরান, এ্যাড. মুন্সি আবুল কালাম আজাদ, এ্যাড. সাজামাল, সিনিয়র আইনজীবী এ্যাড. মুজিজুল হক, এ্যাড মাহমুদুর রহমান রুমন,এ্যাড আব্দুল মতিন চৌধুরী রুমি-সহ প্রায় দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। পরিচালনায় ছিলেন এ্যাড, ইমতিয়ার মাসরুর আল আমিন।###