29208

11/18/2025 পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রায়হানের মতবিনিময়

পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রায়হানের মতবিনিময়

পবা প্রতিনিধি:

১৭ নভেম্বর ২০২৫ ২০:৩৪

সোমবার (১৭নভেম্বর-২৫) জেলা বিএনপির সদস্য রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি- রায়হানুল আলম রায়হান পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর মাস্টারসেফ রেস্টুরেন্টে পবা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন- বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল; এখানে প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্নমত থাকাই স্বাভাবিক। তবে এসব বৈচিত্র্য থাকা সত্ত্বেও ধানের শীষের প্রতীকের বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সব সময় আপসহীন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত অবস্থানে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার সাথে সাথে সকল নেতাকর্মী ও সমর্থক ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে বিজয় নিশ্চিত করবে।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান বলেন,“আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি, গণমাধ্যম সত্য তুলে ধরবে ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রায়হানুল আলম রায়হান বলেন, এ আসনে প্রতিপক্ষ রাজনৈতিক দলের শক্তিশালী স্থানীয় প্রার্থী রয়েছেন। তাই বহিরাগত প্রার্থী নিয়ে এই আসনে বিএনপির পক্ষে জয় পাওয়া কঠিন হবে। তিনি উল্লেখ করেন, অতীতেও বহিরাগত বিএনপি প্রার্থী স্থানীয় বিরোধীদলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিল। “এই অভিজ্ঞতার আলোকে জনগণ স্থানীয় প্রার্থী চায়। তবুও রাজশাহীর মাটি ধানের শীষের ঘাঁটি, এখানে ধানের শীষের বিকল্প নেই”।

মতবিনিময় সভায় পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব ও জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মেসবাহউল আলম দিনার, অর্থ সম্পাদক অসিত কুমার এবং নির্বাহী সদস্য মঈন উদ্দিন, ইউসুফ আলী চৌধুরী, সবুজ ইসলাম ও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]