2921

04/04/2025 জেলা ছাত্রলীগ সভাপতির উপর হামলা, আটক-১

জেলা ছাত্রলীগ সভাপতির উপর হামলা, আটক-১

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া

১৪ জানুয়ারী ২০২১ ২২:৪৯

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের উপর গভীররাতে নিজ শয়নকক্ষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত রাসেল মিয়া উপজেলার পালোপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, দলীয় কার্যক্রম শেষে গতরাত দু’টার দিকে বাড়ি আসি। সে সময় তালা খুলে ঘরে প্রবেশ করার সাথে সাথে পেছন থেকে রাসেল নামের এক যুবক আমাকে জাপটে ধরে। আমি চিৎকার দিলে সে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় আমার বাড়ির লোকজন চিৎকার শুনে আমাকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এ বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করতে থানায় একটি অভিযোগ দেয়া হবে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গতরাত দু’টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবের বাড়ির লোকজন এক যুবককে আটক করেছেন। পরে তারা ওই যুবককে থানা পুলিশের হেফাজতে দিয়েছেন। ছাত্রলীগ নেতা হাবিব কিছুক্ষনের মধ্যে থানায় আসবেন। তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]