11/19/2025 ১০ম গ্রেডের দাবিতে নগরীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫ ১৮:১৪
চাকুরিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২.০০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০/৮০ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন।
মানববন্ধনে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ বলেন, বিগত ২০১৮ সাল হতে ১০ তম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে লড়াই করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দেওয়া হয়েছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ তাদের দাবি ১০তম গ্রেড বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ), ঢাকা, সরদার মো. রফিকুল ইসলাম, সভাপতি, বিপিডিএ, রাজশাহী জেলা, শামিম আখতার, মেডিকেল টেকনোলজিস্ট, রামেক হাসপাতাল, রাজশাহী, মামুনুর রশীদ, সভাপতি, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ), রাজশাহী জেলা, শরিফুল ইসলাম, ফার্মাসিস্ট, রামেক হাসপাতাল, রাজশাহী, শহিদুল আলম, ফার্মাসিস্ট ও সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, রাজশাহী।