11/25/2025 রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৫ ১৭:৫২
রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।
এ সময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে যে নারীরা উপস্থিত আছেন তাদের কেউ কেউ কমবেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। আমরা নারীরা কী কারণে নির্যাতিত হচ্ছি তা আমাদের আগে বুঝতে হবে। নির্যাতনের কারণ চিহ্নিত করতে পারলে তা নির্মূূল করা সহজ হবে।’ পথসভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।