29255

11/25/2025 অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৭

রাজশাহীর পুঠিয়াতে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গত ২৬ অক্টোবর ওই কিশোরীকে অপহরণের পরদিন তার বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। এতে হৃদয় (২৪), শরিফুল ইসলাম (৪৫), রোজিনা বেগম (৪০), সেলিম (৩০), নোমান (২২) ও এন্তাজ মন্ডলসহ (৪০) তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এ পর্যন্ত তারা কেউ গ্রেপ্তার হননি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই কিশোরীকে অপহরণের এক মাস হতে চললেও পুলিশ রহস্যজনক কারণে তাকে উদ্ধার করছে না। পরিবারের সদস্যরা বারবার পুলিশের কাছে গিয়ে অনুরোধ করেও কোন সাড়া পাচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কিশোরীর বাবা। তিনি বলেন, ‘আমার শিশু কন্যাকে গত ২৬ অক্টোবর মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে একদল মাদক কারবারি। আমার কন্যা কেমন আছে, কোথায় আছে তার কিছুই জানতে পারছি না। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, তারা যেন আমার মেয়েকে ফিরিয়ে দেয়।’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]