29261

11/26/2025 রাজশাহীতে ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু

রাজশাহীতে ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৫ ১৭:১৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল করিম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত করিম গোদাগাড়ীর মহিশালবাড়ী আলিপুর গ্রামের তাজিমুলের ছেলে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিএনবি কসাইপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, গোদাগাড়ী বাজার থেকে সিএনবি এলাকার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল করিম। কসাইপাড়া মোড়ে পৌঁছালে রাজশাহীর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং অচেতন অবস্থায় পড়ে থাকেন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান উপস্থিত ব্যক্তিরা। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত দিক পরিবর্তন করে এলাকা ত্যাগ করে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]