29291

12/01/2025 রাবিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে পোষা প্রাণী

রাবিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে পোষা প্রাণী

রাবি প্রতিনিধি:

১ ডিসেম্বর ২০২৫ ১৮:২০

এ যেন রাজশাহীর প্রাণীপ্রেমী মানুষ ও খামারিদের জন্য নতুন আশার সঞ্চার। পোষা প্রাণীর স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, সঠিক চিকিৎসার অভাবে প্রাণীর মৃত্যু কমানো থেকে শুরু করে খামারিদের আর্থিক বোঝা হ্রাস করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ভেটেরিনারি টিচিং হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’।

বিশ্ববিদ্যালয়ের ‘ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ’ এবং একই বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত কেন্দ্রটি এখন থেকে পোষা প্রাণী ও গবাদিপশুর চিকিৎসা দেবে বিনামূল্যে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের ঠিক পেছনে অবস্থিত হাসপাতালটি মূলত শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি সাধারণ মানুষকে প্রয়োজনীয় ভেটেরিনারি সেবা প্রদান করবে। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই মিলবে বিনা খরচে।

এখানে পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদির সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, গবাদিপশু যেমন গরু, ছাগল, হাঁস-মুরগির রোগ নির্ণয় ও চিকিৎসা, বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। প্রতি রবি-বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ সেবা।

স্থানীয় খামারি শওকত হোসেন জানান, রাজশাহীর প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকদের জন্য নিঃসন্দেহে এটি এক বিশেষ উদ্যোগ। এ উদ্যোগ রাজশাহী অঞ্চলের খামারিদের আর্থিক বোঝা কমাবে এবং সঠিক চিকিৎসার অভাবে প্রাণীর মৃত্যুহারও কমে আসবে। পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য হওয়ায় আনন্দিত বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার প্রাণীপ্রেমীরাও।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী, খামারি ও সাধারণ নাগরিক সবাই এখান থেকে সেবা নিতে পারবেন। তাই পোষা প্রাণী কিংবা গবাদিপশুর যেকোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তার প্রান্তর কর্মকার বলেন, ‘‌এটি কেবল শিক্ষার্থীদের গবেষণার সুযোগই বাড়ায়নি, বরং রাজশাহী অঞ্চলের খামারিদের জন্য একটি বড় ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহের ফলে প্রান্তিক খামারিদের আর্থিক বোঝা অনেক কমেছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে প্রাণীর মৃত্যুহার কমাতে হাসপাতালটি কার্যকর ভূমিকা রাখছে।’

সার্বিক বিষয়ে হাসপাতালের পরিচালক ড. মো. হেমাতুল ইসলাম বলেন, ‘‌রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা পোষা প্রাণী ও গবাদিপশুদের জন্য চিকিৎসাসেবা কেন্দ্র চালু করেছি। এখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছি। বিড়াল, কুকুরসহ গরু, ছাগল, ভেড়া সব ধরনের প্রাণীই আমাদের সেবা নিচ্ছে।

গত মাসেই কেন্দ্রটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সামনে পর্যায়ক্রমে আরো চিকিৎসক ও কর্মচারী নিয়োগের মাধ্যমে সেবার পরিসর বাড়ানো হবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]