12/01/2025 নোবেল কিডস্ ইসলামী একাডেমির ক্রীড়া পুরস্কার ও বিদায় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯
নোবেল কিডস্ ইসলামী একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পঞ্চম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া বাজারে নোবেল কিডস্ ইসলামী একাডেমি প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক আরিফুল ইসলাম মারুফের সঞ্চালনায় আলহাজ্ব নজরুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভপতি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ডালিম হোসেন শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. একাডেমির উপদেষ্টা মো: মামুনুর, রশিদ, মো: মনজুর রহমান, মো: রেজাউল করিম, মো: মেহেদি ইসলাম নাবিল।
অতিথিরা এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন।