29372

12/14/2025 ‘ভুয়া ফটোকার্ড’ দেখে মন্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

‘ভুয়া ফটোকার্ড’ দেখে মন্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

রাজ টাইমস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের নিয়ে ডিএমপি কমিশনারের ভুল বক্তব্য দিয়ে টেলিভিশনের ফটোকার্ড ভাইরাল হয় শনিবার।

সেই কার্ডে সন্দেহভাজন হামলাকারী জামায়াত-শিবিরের লোক বলে প্রচার করা হয়। সেই ফটোকার্ড ধরে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ঘটনায় ডাকসুর ভিপি সাদিক কায়েম রিজভী আহমেদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন। রিজভীর বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতারাও। অবশেষে এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা রিজভী।

শনিবার (১৩ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে রিজভী আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, ‘আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।

যাচাই না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]