29391

12/17/2025 ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কর্মসূচির আলোকে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।

পরবর্তীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ রাজনৈত্তিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় ধামইরহাট এমএম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এ সময় ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, জনস্বাস্থ্য উপসহকারি কর্মকর্তা মিলন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসতিকা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]