29425

12/19/2025 হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির লাশ

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির লাশ

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ বহনকারী বিমান সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে লাশ গ্রহণ করেন জাতীয় নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে হাদির লাশ নেয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ যোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে হাদীর নামাজে জানাজা। এদিকে বিমানবন্দরে ওসমান হাদীর মরদেহ গ্রহণ করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকার করেন। তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
গত ১২ই ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]