29430

12/20/2025 রাজশাহী-৩: মিলনের মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী-৩: মিলনের মনোনয়ন ফরম উত্তোলন

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩

রাজশাহী-৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। 
শনিবার বেলা সাড়ে এগারোটায় জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম। এসময় পবা-মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মনোনয়ন উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করলাম।নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে।
এদিকে শনিবার পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির দলীয় প্রার্থী, এক জন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]