29447

12/22/2025 তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাবি ছাত্রদলের মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাবি ছাত্রদলের মিছিল

রাবি প্রতিনিধি:

২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে এ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা, 'মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে', 'তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে', শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রদলের মূলনীতি', আমার দেশ, তোমার দেশ, সবার আগে বাংলাদেশ', ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি, বাংলাদেশের একমাত্র সুনাগরিক যার পিতা এবং মাতা উভয়ই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। একজন সূর্যসন্তান তারেক রহমানকে নিয়ে বারবার ক্যান্টনমেন্ট থেকে এবং স্বাধীনতা বিরোধী একটি পক্ষ যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের হৃদয়ের স্পন্দন দেশনায়ক জনাব তারেক রহমানকে বিদেশে নির্মমভাবে জীবনযাপন করতে হয়েছিলো। তিনি বাংলাদেশের তরুন সমাজকে নিরলসভাবে প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একত্র করেছিলেন। এর চুড়ান্ত ফলাফল ছিলো ৫ ই আগস্ট বিপ্লব'।

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে এসে দেশ ও জাতির হাল ধরবেন। তার আগমনে আমরা চাই বাংলাদেশপন্থী সকলকে নিয়েই এই রাষ্ট্রের সকল অবকাঠামো, আমরা যে প্রত্যয় ব্যক্ত করছি আমাদের ৩১ দফার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা ধীরে ধীরে এবং রাষ্ট্রের সকলকে সঙ্গে নিয়ে, সকল রাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে সকলকে একত্রিত করে আমরা এই রাষ্ট্রের হাল ধরে একটা উর্বর ভূমিতে পরিণত করবো।

আমরা চাই আপনাদের অঙ্গীকার এবং আমাদেরকে যে সহায়তা আপনারা প্রদান করবেন আমরা আপনাদের সাথে থেকে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান আপনাদের নিয়ে আপনাদের যেকোনো প্রত্যয় পূরণ করতে সচেষ্ট থাকবো।

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আকাশে বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিলো সেই ষড়যন্ত্রকে বিলুপ্ত করে, বাংলাদেশের জনগনের শক্তির উপরে ভর করে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশে আসছেন বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

তিনি বলেন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পরে বাংলাদেশের জনগনের ভাগ্য পরিবর্তন করতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষে তিনি বাংলাদেশে ফিরছে।

তিনি আরও বলেন, ‘বিগত এক বছর ধরে বাংলাদেশের যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতার কর্মীদের প্রতি ঘোষনা থাকলো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়,পুরা রাজশাহীতে যারা অস্থিতিশীল ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে,তাদেরকে কড়া জবাবের মাধ্যমে প্রতিবাদ করতে হবে।

মিছিলে রাবি শাখার ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]