12/22/2025 দুই সম্পাদককে গানম্যান দিলো সরকার
রাজ টাইমস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান সম্পাদকদের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারী উদ্যোগে গানম্যান দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুই পত্রিকার সম্পাদকদের বাসা ও অফিসে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাদের জন্য গানম্যান নিযুক্ত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় ডিএমপি এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে। নিরাপত্তার স্বার্থে দুই পত্রিকার সম্পাদকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’