29452

12/22/2025 ধামইরহাটে ঢাকাগামী গাড়িতে মাদক পাচারের সময় গ্রেফতার ১

ধামইরহাটে ঢাকাগামী গাড়িতে মাদক পাচারের সময় গ্রেফতার ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৫

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ঢাকাগামী একটি বাসে করে মাদক পাচারের সময় এরশাদুল ইসলাম (৪০) নামে একজন চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত মঙ্গলবার রাত ৯টায় ধামইরহাট সদর এলাকার রকি পরিবহণ এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আসামি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শালবন উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানান, সীমান্ত এলাকা থেকে আসামি ১৮ বোতল ভারতীয় ফায়ারডিল ও ১২ বোতল ফেন্সিডিল রকি পরিবহণ যোগে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসে রাখা একটি ব্যাগ তল্লাশী করে মাদকদ্রব্যসহ আসামিকে গ্রেফতার করেন। ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ওইদিন রাতে অপর আরও একটি অভিযানে ৩৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাকিল (৩২) নামে একজনকে আটক করেন বিজিবি। আটক আসামি উপজেলার পৌর এলাকার চকময়রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]