12/24/2025 রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
পবা প্রতিনিধি:
২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন,“আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ফেব্রুয়ারি- ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রথম ধাপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে আমি আমার দায়িত্বশীল পথচলা শুরু করলাম। দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ।”
তিনি বলেনঃ পবা ও মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা করছে। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।ভোটের পরিবেশ ও জনগণের প্রত্যাশা প্রসঙ্গে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “মানুষের ভোটের বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ফেব্রুয়ারি।
আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে পবা ও মোহনপুরে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করব। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে চাই। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় আমি আপসহীন ভূমিকা পালন করব।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য। দাড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও সুশাসনের প্রতীক। আমরা বিশ্বাস করি, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।”
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল। মহানগরী প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, উপাধ্যক্ষ আব্দুল আওয়াল, অধ্যাপক মোঃ জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ জানান, তফসিল অনুযায়ী আগামী দিনের সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সাংগঠনিক ভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল উদ্দেশ্য।