2947

04/06/2025 বসুরহাটের নির্বাচন পরিস্থিতিতে সন্তুষ্ট মির্জা কাদের

বসুরহাটের নির্বাচন পরিস্থিতিতে সন্তুষ্ট মির্জা কাদের

রাজটাইমস ডেস্ক

১৬ জানুয়ারী ২০২১ ২১:৫৪

সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। শনিবার সকাল ৮টায় ১নং ওয়ার্ডের উদয়ন প্রিক্যাডেট একাডেমী ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা।

ভোটের সার্বিক পরিস্থিতি সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় কাদের মির্জা বলেন, তিনি নিজেও চেয়েছিলেন ভোটাররা যেন সুন্দর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তার প্রতিফলন দেখে তিনি আশাবাদী বাকি সময়টুকুও সুষ্ঠুভাবে ভোট হবে।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় ধানের শীষে মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বসুরহাট এইচছি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

বিএনপি প্রার্থীও ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাননি। ভোটের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। বিকেল ৪টা পর্যন্ত এভাবেই ভোট চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠু ভোটে যে জয়ী হবে তাকে বরণ করে নেবেন বলেও জানান তিনি।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]