2948

04/20/2025 বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ১৭

বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ১৭

রাজটাইমস ডেস্ক

১৬ জানুয়ারী ২০২১ ২২:০৩

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগে ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে তিনজন, নওগাঁয় চারজন এবং সিরাজগঞ্জে ১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৩৬ জনেরই বাড়ি বগুড়া। অন্য দুইজনের বাড়ি নওগাঁ।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয় নি কারো। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৭৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৮৯ জন। এদের মধ্যে ২২ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯১০ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]