29527

12/31/2025 খালেদা জিয়ার ইন্তিকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা

খালেদা জিয়ার ইন্তিকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা

রাবি প্রতিনিধি:

৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

গতকাল এক শোকবাণীতে তিনি জানান, বেগম খালেদা জিয়ার ইন্তিকালে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তাঁর এই মৃত্যুতে জাতি হারিয়েছে প্রকৃত অভিভাবককে।

এদেশের রাজনীতিতে তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দেশ ও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ প্রচেষ্টা ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই ব্যক্তিত্ব দল-মত নির্বিশেষে জনগণের অকৃত্রিম ভালোবাসা পেয়েছিলেন আপন যোগ্যতায় যা এদেশের ইতিহাসে বিরল! এ দেশ-জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপোষহীন ভূমিকা ও বিস্ময়কর অবদান কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এদেশের ভবিষ্যত প্রজন্মের জন্য বেগম জিয়া অনুপ্রেরণার ঊৎস হয়ে থাকবেন। ইতিহাস তাঁর যথাযথ মূল্যায়ন করবে।

বিবৃতিতে আরো বলা হয়, রাবি রেজিস্ট্রার মরহুমার রূহের মাগফিরাত ও তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাদেরকে শোক কাটিয়ে উঠার তাওফীক দিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]