29529

12/31/2025 রাজশাহীতে খালেদা জিয়ার গায়েবানা জানাযা

রাজশাহীতে খালেদা জিয়ার গায়েবানা জানাযা

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আসরের নামাজের পর নগরীর টিকাপাড়া গোরস্থানে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

রাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।

এসময় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়।

অপর দিকে নগরীর টিকাপাড়া গোরস্থানে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]