01/02/2026 আগামীকাল থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু
রাজ টাইমস ডেস্ক
২ জানুয়ারী ২০২৬ ১৩:৩৪
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।
এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে সারাদেশের ১৫৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগে এ পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।