2955

04/06/2025 টাকার জন্যই জহুরুলকে হত্যা !

টাকার জন্যই জহুরুলকে হত্যা !

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারী ২০২১ ০১:০৩

রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইলের সেলসম্যান জহুরুল ইসলাম (২৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। শনিবার বিকালে রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় টাকা দেয়ার নাম করে কৌশলে আমবাগানে ডেকে জহুরু কে হত্যা করা হয়।
ইতোমধ্যে এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিন আসামি হলেন-নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আকমল হোসেনের ছেলে মাসুদ রানা (২৬), কাজিপাড়া গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে আমিনুল ইসলাম ওরফে শাওন (৩০) এবং বাঘার জোতকাদিরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে রকি (২৩)।
গত ৬ জানুয়ারি বাঘার তেথুলিয়া শিকদারপাড়া গ্রামে জহুরুল ইসলামের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তিনি বাঘার পানিকুমড়া বাজারের মেহেদী হাসান মনির টেলিকম ও ইলেক্ট্রনিক্সের দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। নিহত জহুরুল বাঘার মনিগ্রাম বাজারের রফিকুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, মাসুদ রানা ও শাওন নিহত জহুরুলের কাছ থেকে ব্যবহারের জন্য বাকিতে তিনটি মোবাইল সেট কিনে। জহুরুল তাদের টাকার জন্য চাপ দিতেন। কিন্তু মাসুদ ও শাওন টাকা না দিয়ে জহুরুলকে কুপিয়ে হত্যা করে। এরপর তার কাছে থাকা ২৮টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]