29555

01/05/2026 আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

রাজ টাইমস ডেস্ক

৩ জানুয়ারী ২০২৬ ১২:৪২

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক নানা ঘটনার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এর ফলে রেকর্ড দামে দল পেলেও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না মোস্তাফিজের। তবে কেকেআর চাইলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেয়ার অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব।

আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]