29602

01/10/2026 মার্কিন অভিযানে ১০০ জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন অভিযানে ১০০ জন নিহতের দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ টাইমস ডেস্ক

৮ জানুয়ারী ২০২৬ ১৭:৪৮

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ১০০ জন নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে এমনটাই দাবি করেছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে।

পূর্বে ভেনেজুয়েলা সরকার নিহতের কোনও সংখ্যা জানায়নি। তবে সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেয়ো আরও বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন তাদেরকে সাহসী বলে প্রশংসা করেন। সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]