29633

01/13/2026 হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

শাহ্ সুফি মহিব্বুল আরেফিন

১৩ জানুয়ারী ২০২৬ ১৯:০৭

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ফ্রি চোখের ছানি পরীক্ষা ও অপারেশনের ক্যাম্প আয়োজন করা হয়। এসময় প্রায় ২৫০’শ অধিক গরিব ও অসহায় রোগীদের চোখের ছানি পরীক্ষা এবং অপারেশনের ব্যবস্থা করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড.আ.ন.ম. বজলুর রশীদ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি মখদুম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও হযরত শাহ মখদুম রুপোশ রহমাতুল্লাহ আলাইহি দরগা এস্টেটের ট্রাস্টি মেম্বার ডাক্তার মোঃ সুরায়েত রহমান রক্তিম আশরাফি।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দরগা এস্টেটের ট্রাস্টি মেম্বার ডাক্তার মোঃ সুরায়েত রহমান রক্তিম আশরাফি, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি প্রমুখসহ অনুষ্ঠানে আঞ্জুমানে আশরাফি চেরিটেবল ট্রাস্টের হযরত শাহ মখদুম রুপোশ রহমাতুল্লাহ আলাইহি দরগায় ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রবিবার ৩ দিন প্রতিদিন ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে এবং অন্যান্য দিনেও দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]