29644

01/14/2026 ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায়

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায়

রাজ টাইমস ডেস্ক

১৪ জানুয়ারী ২০২৬ ১৪:১২

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এই ট্রফি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা এই ট্রফিটি দেখার সুযোগ পাবেন নির্বাচিত কিছু সমর্থক এবং আমন্ত্রিত অতিথিরা।

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা ও ফিফা অ্যাম্বাসেডর জিলবার্তো সিলভার সঙ্গে ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে এটি সরাসরি নিয়ে যাওয়া হবে হোটেল রেডিসন ব্লুতে। সেখানে দুপুর গড়ানোর পর ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হবে।

গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর ট্রফি উন্মোচনের মাধ্যমে এই ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি সফরের যাত্রা শুরু হয়। ফিফা এবং তাদের পানীয় অংশীদার কোকা-কোলা যৌথভাবে এই সফরের আয়োজন করেছে।

দীর্ঘ ১৫০ দিনেরও বেশি সময় ধরে বিশ্বের ৭৫টি স্থানে ৩০টি সদস্য দেশ ভ্রমণ শেষে আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই সফরের সমাপ্তি ঘটবে।

এর আগে রাশিয়া এবং কাতার বিশ্বকাপের সময়ও বাংলাদেশে ট্রফিটি আনা হয়েছিল। এবার ট্রফি দেখার সুযোগ করে দিতে গত সেপ্টেম্বর থেকেই স্থানীয়ভাবে একটি ক্যাম্পেইন শুরু করা হয়। এই ক্যাম্পেইনের বিজয়ীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

এছাড়া নির্বাচিত আমন্ত্রিত অতিথিদের জন্য প্রদর্শনী শেষে একই রাতে ট্রফিটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]