04/20/2025 চারঘাটে ইয়াবাসহ মাদককারবারি আটক
রাজটাইমস ডেস্ক
১৮ জানুয়ারী ২০২১ ০২:৪৭
রাজশাহীর চারঘাট উপজেলায় বিপুল সংখ্যক ইয়াবা সহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তি রতন ইসলামের (২৫) সাথে থাকা ৯৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
রোববার (১৭ জানুয়ারি) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।