29667

01/19/2026 হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরেন্দ্র নারী কণ্ঠের

হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরেন্দ্র নারী কণ্ঠের

প্রেজ বিজ্ঞপ্তি

১৮ জানুয়ারী ২০২৬ ২২:৪৬

হিজাব ও নিকাব পরিধানকারী নারীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এক রাজনৈতিক নেতার বিরূপ ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সামাজিক সংগঠন বরেন্দ্র নারী কণ্ঠ।

এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, শতকরা নব্বই ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে প্রকাশ্যে নিকাব পরিহিত নারীদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য নারীর ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস এবং মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাতের শামিল। এ ধরনের বক্তব্য কোনোভাবেই সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, হিজাব ও নিকাব মুসলিম নারীর পরিচয় ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। একজন নারী কীভাবে নিজেকে উপস্থাপন করবেন বা কী পোশাক পরবেন—এ সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একান্তভাবেই তার। এই অধিকারে হস্তক্ষেপ করা কিংবা কটূক্তির মাধ্যমে নারীদের হেয় প্রতিপন্ন করা চরম অসহিষ্ণুতা ও নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ।

বরেন্দ্র নারী কণ্ঠ আরোও উল্লেখ করে, নারীর ক্ষমতায়ন মানে কোনো নির্দিষ্ট জীবনধারা চাপিয়ে দেওয়া নয়; বরং প্রত্যেক নারীর পছন্দ, বিশ্বাস ও সিদ্ধান্তকে সম্মান করাই প্রকৃত ক্ষমতায়ন। হিজাব ও নিকাব পরিধানকারী নারীরা যেমন সম্মানের দাবিদার, তেমনি যারা তা পরিধান করেন না তারাও সমান মর্যাদার অধিকারী। এক পক্ষকে ছোট করে অন্য পক্ষকে বড় করে দেখানোর মানসিকতা সমাজে বিভাজন ও বিদ্বেষ সৃষ্টি করে।

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে জানায়, সচেতনতার নামে নারীদের পোশাক ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ সামাজিক অস্থিরতা তৈরি করছে এবং নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যকে উসকে দিতে পারে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক, উসকানিমূলক ও অবমাননাকর বক্তব্য যেন কেউ দিতে না পারে, সে বিষয়ে কার্যকর ও সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নারীর মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন বক্তব্য প্রচারে আরও দায়িত্বশীল আচরণ জরুরি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]