29680

01/21/2026 বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নিতে মিটিং ডেকেছে আইসিসি

বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নিতে মিটিং ডেকেছে আইসিসি

রাজটাইমস ডেস্ক: 

২১ জানুয়ারী ২০২৬ ১৫:৪৭

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা এ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একধরনের অনিশ্চয়তা কাজ করছে। ভারতে গিয়ে না খেলার অবস্থানে অনড় আছে বিসিবি। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বোর্ড মিটিং ডেকেছে আইসিসি।

বাংলাদেশের অনুরোধ নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া নিয়ে আলোচনা করতে বুধবার বিকেল ৫ টায় আইসিসি বোর্ড সভা আহ্বান করেছে। তবে আইসিসি বরাবরের মতোই তাদের অবস্থানে অনড় রয়েছে। বিশ্বকাপের সূচি পরিবর্তন করা হবে না এবং ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এ কথা গত সপ্তাহের আলোচনাতেই বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো ‘অযৌক্তিক শর্ত’ চাপিয়ে দিতে চায়, তাহলে তা গ্রহণ করা হবে না।

সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে পড়ে আমাদের ওপর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না। চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।”

আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে, সর্বশেষটি ছিল গত সপ্তাহান্তে ঢাকায়। তবে এখনো কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি। আইসিসির দাবি, সূচি অনুযায়ীই ম্যাচ হবে, আর বিসিবির অবস্থান- ভারতে দল পাঠানো সম্ভব নয়। সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি (বুধবার) সময়সীমা নির্ধারণ করা হয়েছে, টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]