29686

01/21/2026 রুয়েট ভর্তি পরীক্ষা আগামীকাল, পরীক্ষা ২ কেন্দ্রে

রুয়েট ভর্তি পরীক্ষা আগামীকাল, পরীক্ষা ২ কেন্দ্রে

রাজটাইমস ডেস্ক: 

২১ জানুয়ারী ২০২৬ ১৬:০০

শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বুয়েট ও রুয়েট এই দুই কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে। এক হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯২০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। এ হিসাবে প্রতিটি আসনে লড়বেন প্রায় ১৫ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয়গ্রুপের জন্য সর্বমোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘খ’ গ্রুপের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার গ্রুপের পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি মূল্যায়ন পরীক্ষা ১২:১৫ থেকে ১:১৫ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর, কেন্দ্র ও আসন বন্টন তালিকা প্রকাশ করা হয়েছে।

পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সাথে রাখতে হবে। পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখতে পারবে না।

আগামীকাল পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার বলেন, ‘আগামীকাল রুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এবার রুয়েট ও বুয়েট দু’টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নিচ্ছি।’

ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]