01/22/2026 ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময়
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
২১ জানুয়ারী ২০২৬ ২২:০৭
নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে ধামইরহাট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।
এ সময় বক্তব্য রাখেন, ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিয়োদ্ধা ও প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলম, ইয়াকুব আলী, আব্দুদ দাইয়ান, আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহা¦ মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি আবু ইসা প্রমুখসহ সকল দুই শতাধীক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।