29711

01/25/2026 দাঁড়িপাল্লা জনমানুষের প্রতীকে পরিণত হয়েছে: ডা. জাহাঙ্গীর

দাঁড়িপাল্লা জনমানুষের প্রতীকে পরিণত হয়েছে: ডা. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারী ২০২৬ ১৯:২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, দাঁড়িপাল্লা প্রতিক এখন জনমানুষের প্রতীকে পরিণত হয়েছে। প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে। মানুষ এবার ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

রোববার সকাল থেকে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, নগরীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বহু আগ থেকেই কাজ শুরু করেছি। আমরা নির্বাচিত হলে এই চিকিৎসা কর্মযজ্ঞকে আরো বৃহৎ আকারে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের অর্থলোপাট বন্ধ করবো, জনগণের জন্য সরকারি বরাদ্দ অর্থ জনগণের কাজেই ব্যায় হবে। মানুষ ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার ফিরিয়ে পাবে। অন্যায়, জুলুমকারী চাঁদাবাজ থাকবে না। নিরাপদ নগর বাসযোগ্য নগরী গড়ে উঠবে।

তিনি বলেন, মানুষ এখন রাজনীতি নিয়ে সচেতন। গণসংযোগে তাদেও সাথে কথা বলে বোঝা যাচ্ছে তারা আর কোনো ভুল করবেন না। জেনেশুনেই দাঁড়িপাল্লাতেই ভোট দেবেন। শান্তিপ্রিয় এই নগরীর মানুষ শান্তি চাই। রাহাজানি হানাহানি, দখলদারি আর কেউ করতে পারবে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]