29725

01/29/2026 নির্দোষ আওয়ামী লীগদের বুকে টেনে নেব: মির্জা ফখরুল

নির্দোষ আওয়ামী লীগদের বুকে টেনে নেব: মির্জা ফখরুল

রাজটাইমস ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৬ ২২:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবারের ভোট হবে ভিন্নমাত্রার এমন মন্তব্য করে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, তাদের আমরা বুকে টেনে নেব এবং পাশে রাখব।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগে নির্বাচনী মাঠে শুধু নৌকা আর ধানের শীষের লড়াই ছিল। এবার নৌকা নেই। নৌকা পালিয়ে ভারতে চলে গেছে, হাসিনা চলে গেছেন। মাঝখান থেকে তিনি সমর্থকদের বিপদে ফেলে গেছেন। এই বিপদের সময় আমরাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। মনে কোনো ভয় বা আতঙ্ক রাখবেন না—নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আগের তুলনায় এখন কিছুটা স্বস্তিতে আছি। তবে পুরোপুরি আরাম নেই। নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তারপরও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহর হুকুমে ১২ তারিখ যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আমরা সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারি, তবে একটি শক্তিশালী ও ভালো সরকার গঠন সম্ভব হবে।’

নিজ এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল। আমি আপনাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ। আমি কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা আমাকে জয়যুক্ত করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।’

তিনি আরও যোগ করেন, ‘এর আগে আমরা কখনো সঠিকভাবে ভোট দিতে পারিনি। সব ভোট ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে। এবার একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট হবে বলে আশা করছি, যেখানে ভোটাররা স্বাধীনভাবে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নতুন নতুন কলকারখানা গড়তে হবে। উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল তৈরি করতে হবে। এটি আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ বেলায় ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

উক্ত পথসভায় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]