29755

01/31/2026 এমপি হলে ভাতার টাকা জনগণের সেবায় বিলিয়ে দিতে চাই জামায়াত প্রার্থী ইঞ্জি. এনামুল হক

এমপি হলে ভাতার টাকা জনগণের সেবায় বিলিয়ে দিতে চাই জামায়াত প্রার্থী ইঞ্জি. এনামুল হক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৩১ জানুয়ারী ২০২৬ ১৮:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী দল যদি জণগনের ভোটে ক্ষমতায় যেতে পারে আর আমি যদি এমপি হতে পারি, তাহলে সরকার আমাকে এমপি হিসেবে যে ভাতা প্রদান করবেন তা আমি আমার নির্বাচনী এলাকার সাধারণ জণগনের সেবায় বিলিয়ে দিতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উমার ইউনিয়ন জামায়াতের আয়োজনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জি. এনামুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বেশ কয়েকটি এলাকা একেবারে সীমান্তবর্তী। ফলে ভারত থেকে আসা মাদকসহ বিভিন্ন অপকর্ম বন্ধের পাশাপাশি আমি সবসময় মানুষের সেবায় কাজ করতে চাই।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ.স.ম মামুন শাহীন, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব, খেলাফত মজলিস সভাপতি কৃষিবিদ আব্দুর রহমান, উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি মো. রেজোয়ান হোসেন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]