2988

04/18/2025 বিভাগে করোনায় প্রাণ গেল আরো দুইজনের

বিভাগে করোনায় প্রাণ গেল আরো দুইজনের

রাজটাইমস ডেস্ক

২০ জানুয়ারী ২০২১ ০০:৫০

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগে প্রাণ গেল আরো দুইজনের। বগুড়া ও পাবনায় একজন করে এ দুজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৮৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৩৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯৯৪ জন। এদের মধ্যে ২৩ হাজার ১১৬ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯১৯ জন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]