2999

11/26/2025 রেল কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

রেল কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারী ২০২১ ০৭:৩৬

পশ্চিমাঞ্চল রাজশাহীর এক স্টেশন মাস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে এক গৃহবধূ (২৫) বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত মঈন উদ্দিন আজাদ (৪২) রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত ও  নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকার বাসিন্দা। 

সূত্রে প্রকাশ, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এর জের ধরে তাদের ঘনিষ্টতা বাড়ে। পরে ওই নারীকে রেলওয়ে চাকরি দেবার নাম করে আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন। পরে গত রোববার (১৭ জানুয়ারি) তার বাসায় ডেকে ধর্ষণ করে। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]