04/18/2025 করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৮
রাজটাইমস ডেস্ক
২০ জানুয়ারী ২০২১ ২২:৩১
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ৮ জনের। ফলে দেশে মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ৬৫৬ জনের দেহে। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন হয়েছে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে আরও ৬১৭ জন রোগী। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ ই মার্চ।